একজন প্রকৃত আলেমের পরিচয়।


রাসুল সাঃ এরশাদ করেন, আল্লাহ্তায়ালা যার প্রতি কল্যাণের ইচ্ছে  করেন তিনি তাকে দ্বীন ইসলামের জ্ঞান দান করেন।
বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃ আলেমের পরিচয় তুলে ধরে বলেন

১।  আলেমকে তো চেনা যায় রাতের গভীরতায়, মানুষ যখন সুখ নিদ্রায় বিভোর থাকে।

২। কর্মমুখর দিনের সূর্যাস্নাত প্রহরে, অন্যরা যখন মত্ত হয়ে থাকে পানাহারের সুখ আস্বাদনে।

৩। ক্রন্দসী আত্মার বিলাপ ও আহাজারিতে তাঁর সত্ত্বার পরিচয় লুকিয়ে থাকে, হাসি আনন্দ ও উৎসব আমেজে সবাই যখন আত্মহারা হয়ে ওঠে।

৪। নির্বাক, স্তব্ধতায় তাকে খুঁজে ফিরতে হয়, অর্থহীন  অসার গল্প কথায় মানুষ যখন বল্গাহীন শব্দ ঝংকারে চারপাশ আলোকিত করে তোলে।

৫। দুঃখ বেদনার অথৈ সমুদ্রে সন্তরণরত; তাকে দেখে চেনা যায় দর্পিত আত্মার হর্ষধ্বনী যখন সব মুখরিত করে তোলে।

৬। চিন্তা ও তাঁর গাম্ভীর্যের সাবলীল পদক্ষেপের দৃপ্ত অবিচলতায় তাঁর ছাড়া ভাস্কর হয়ে ওঠে, যখন আনন্দ ও কোলাহল মানুষ থাকে বেসামাল উম্মাতাল।


রাসুল সাঃ এরশাদ করেন, তুমি হয়ত আলেম হও, অথবা তালেবে ইলম হও, অথবা মনোযোগ সহকারে ইলম শ্রবণকারী হও, অথবা ইলম ও আলেমদের মহাব্বাতকারী হও; পঞ্চম প্রকার হইয়ো না।